• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর নির্দেশনার বিষয়ে জেলা প্রশাসক

মন্ত্রণালয়ের চিঠি আসলেই আমরা অ্যাকশানে যাবো

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১১:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে অবাধ, বিতর্কের ঊর্ধ্বে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কঠোর অবস্থানে। তিনি গত রোববার সচিবালয়ে উক্ত পরীক্ষা সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের কঠোর অবস্থান এবং নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। প্রশ্নপত্র ফাঁস রোধে উল্লেখযোগ্য একটি সিদ্ধান্ত হচ্ছে-পরীক্ষা শুরুর দিনের তিনদিন আগে তথা ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পুরো একমাস সারাদেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
    শিক্ষামন্ত্রীর এ সিদ্ধান্ত কার্যকর ও বাস্তবায়ন বিষয়ে এ প্রতিবেদকের কথা হয় চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সাথে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সাথে দেখা করে শিক্ষামন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের করণীয় প্রস্তুতি বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। তখন তিনি বলেন, পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিষয়টি দেখেছি। মন্ত্রণালয়ের চিঠি এখনো পাইনি, চিঠি আসলেই আমরা অ্যাকশানে যাবো। এ সময় সেখানে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানসহ আরো ক’জন ম্যাজিস্ট্রেটকে জেলা প্রশাসক বললেন, সব ম্যাজিস্ট্রেটকে দিয়ে পুরো জেলার কোচিং সেন্টারের তালিকা করে ফেলতে হবে। জেলা প্রশাসক এ বিষয়ে সাংবাদিকদেরও সহযোগিতা চাইলেন।