• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন সজীব ওয়াজেদ জয়

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০১৯, ২৩:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। এর আগেও তিনি এই দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, তিনি প্রধানমন্ত্রী নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এবং তার নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়।

তারা হলেন; রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।