• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০১৯, ০০:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এদিনে পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশে ফিরে আসেন। দীর্ঘ নয় মাস পাকিস্তান কারাগারে অন্তরীণ থাকার পর এদিন বঙ্গবন্ধু দেশে ফিরে আসলে বাঙালি জাতি তাদের পিতাকে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়েছিলো। এ দিবসটি বাঙালির কাছে অত্যন্ত তাৎপর্যবহ। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। চাঁদপুর জেলা আওয়ামী লীগও নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশবিশেষ হচ্ছে-আজ সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ ডাঃ দীপু মনি এমপি।
    ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী সামরিকজান্তা বাঙালি নিধনযজ্ঞের নীলনক্শা বাস্তবায়নে অপারেশন শুরু করার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির ৩২ নম্বর বাসা থেকে গ্রেফতার করে পাকিস্তান কারাগারে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁকেই রাষ্ট্রপতি করে গঠিত হয় মুক্তিযুদ্ধকালীন সরকার। যা মুজিবনগর সরকার নামে ইতিহাসখ্যাত। বঙ্গবন্ধুর অবর্তমানে যে সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এ সরকারের নেতৃত্বেই চলে ৯ মাসের মুক্তিযুদ্ধ। অবরুদ্ধ বাংলায় যখন পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চলছিলো, ঠিক তখন পাকিস্তানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রহসনের বিচার শুরু হয়। ওই বিচারে বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দেয়া হয়।
    ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয় লাভ করে। এদিন বাঙালি পায় বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র। তখন আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তিলাভের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বিজয়ীর বেশে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে ফিরে আসেন।
    বঙ্গবন্ধুর এ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় (অস্থায়ী কার্যালয়, টাউন হলের দ্বিতীয় তলা) সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী এবং সমর্থকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।