ফরিদগঞ্জে পূজা পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময়
আমার কাছে সকল সম্প্রদায়ের মানুষ সমান গুরুত্ব পাবে : সাংবাদিক শফিকুর রহমান
ফরিদগঞ্জ থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য সাংবাদিক শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক চেতনার দল। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হওয়ার কারণে আমরা যারা এ দলে থেকে জনসেবার কাজ করছি তারা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করি এবং বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে আওয়ামী লীগকে ভোটদানের আহ্বান জানিয়ে ফরিদগঞ্জে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যেভাবে পরিশ্রম করেছে তাতে আমি ও আমার দল তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করার মাধ্যমে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আজ আমি আপনাদের মাধ্যমে পুরো উপজেলাবাসীকে কথা দিচ্ছি, আমার কাছে সকল সম্প্রদায়ের মানুষ সমান গুরুত্ব পাবে। তবে অবশ্যই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তাদের জন্যে বাড়তি কাজ করতে হবে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক হরিপদ দাশ, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিশ্বজিৎ দাস, যুগ্ম আহ্বায়ক গণেশ লোধ, সদস্য সচিব প্রদীপ শীল, উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল পাল, সদস্য হৃদয় পাল, উপদেষ্টা সুনীল দাস, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।