• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে আবু নঈম পাটওয়ারী দুলাল

শিশুদের ভালোবাসা দিয়ে শিক্ষাদানের পাশাপাশি আদব-কায়দাও শিক্ষা দিতে হবে

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৯, ১৪:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ১ জানুয়ারি ছিলো বই উৎসব। এদিন চাঁদপুরসহ সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই দেয়া হয়। চাঁদপুর শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল মঙ্গলবার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমী।
    দুলাল পাটওয়ারী প্রথমেই তাঁর বাড়ির সামনে বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম লাকী। প্রধান অতিথির বক্তব্যে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, শিশুদের ভালোবাসা দিয়ে শিক্ষাদানের পাশাপাশি আদব-কায়দাও শিক্ষা দিতে হবে। সকল শিশুকে বিদ্যালয়মুখী করতে এবং শিক্ষাকে বাধ্যতামূলক করতে বছরের প্রথমদিন সরকার সারাদেশের স্কুল ও মাদ্রাসায় প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যবই দিয়ে আসছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে এই যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করেন। শিক্ষাক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর এ অবদানকে ভুলে গেলে চলবে না। এ কথাটি প্রতিবছর কোমলমতি এসব শিশুর সামনে তুলে ধরতে হবে। এর দ্বারা শিশুরা বঙ্গবন্ধুর কন্যা সম্পর্কে ধারণা পাবে এবং দেশপ্রেম জাগ্রত হবে।  
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মির্জা জাকির। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, মাছুদ পাটোয়ারী প্রমুখ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির আলম, কাজী খোদেজা, মাহবুব সুলতানা, নার্গিস বেগম, শাহনাজ বেগম, আছমা আক্তার, মোঃ আনোয়ার হোসেন, আমীর হোসাইন, অপর্ণা রাণী বিশ^াস, আবিদা সুলতানা, পপি রাণী প্রমুখ।
    এরপর সকাল ১০টায় বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল। এখানেও তিনি সাধারণ শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার ব্যাপারে বক্তব্য রাখেন। মাদ্রাসা শিক্ষার উন্নতিতে বর্তমান সরকারের অবদান তিনি তাঁর বক্তব্যে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিনের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিংবডির সদস্য প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন।
    সকাল ১১টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। এখানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, এ বিদ্যালয়টি অতিপ্রাচীন। এ বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। আমিও এ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমার ছেলেও এই বিদ্যালয়ের ছাত্র। এই বিদ্যালয়ে অচিরেই ৬তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন হবে।
    শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুলাল পাটওয়ারী বলেন, তোমাদের বেসিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমরা আইটিতে সমৃদ্ধ হবে। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মান্নান ও বিল্লাল হোসেন পাটোয়ারী। পবিত্র কুরআন তেলাওয়াত করে ৮ম শ্রেণির ছাত্র মাজহারুল ইসলাম ও গীতা পাঠ করে বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র আপন সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম।
    সর্বশেষ তিনি আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর নতুন বই বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন। সহকারী শিক্ষক আবুল কাশেম মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, শ্রমিক লীগের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম মিয়াজী, সহকারী শিক্ষক মরিয়ম বেগম, ফেরদৌসী সুলতানা, আবুল কাশেম, তানিয়া জেসমিন, বদরুন্নেছা বিথি, শাহাদাত হোসেন, শিউলি আচার্য্য, জাকির হোসেন ও অফিস সহকারী দীপক কুমার দাস।