• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে বোরো মৌসুমের পানি সেচ উদ্বোধন

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৯, ১৪:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বোরো মৌসুমের পানি সেচের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার  ১১টায় মতলব উত্তরের উদমদী ও ১টায় কালীপুর পাম্প হাউজের পাম্প চালু করে এ পানি সেচের উদ্বোধন করা হয়।
জাতীয় পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিনের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোঃ রুহুল আমিন। উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী নকিব আল হাসান, শাখা কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, মোঃ জামাল হোসেন, মোঃ আতিক উল্লাহসহ বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএ কুদ্দুস জানান, কৃষকের সঠিক সময়ে আমরা পানি সেচের উদ্বোধন করেছি। কৃষক যাতে প্রয়োজনীয় পানি সেচ পায় সে ব্যবস্থা করা হবে। সরকার আলাউদ্দিন জানান, কৃষকের সমস্যা ও সমাধান নিয়ে আমরা কাজ করি। পাম্পগুলো কোনোপ্রকার সমস্যার সৃষ্টি না করলে কৃষকদের পানির সমস্যা হবে না।

 

সর্বাধিক পঠিত