• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে তিন এমপির হ্যাট্রিক জয়

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনেই জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এঁদের মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম হ্যাট্রিক জয় পেয়েছেন। অর্থাৎ এই তিনজন ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। আর অপর দুই আসনে অ্যাডঃ নূরুল আমিন রুহুল ও সাংবাদিক শফিকুর রহমান এই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।