• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পৌরসভাসহ ফরিদগঞ্জ উপজেলাকে আধুনিকরণে নৌকার বিজয়ের বিকল্প নেই : সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় প্রেসক্লাব সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ফরিদগঞ্জে এবার নৌকার বিজয়ের বিকল্প নেই। হারিয়ে যাওয়া ফসল এবার ঘরে তুলবোই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন জননেত্রী শেখ হাসিনাকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনটি উপহার দিতে বদ্ধপরিকর। এখন আমাদের লক্ষ্য বড় জয়ের মাধ্যমে শেখ হাসিনার কাছে আমাদের এ আসন নিয়ে দীর্ঘদিনের অপবাদ ঘুচানো।
    তিনি আরো বলেন, বিগত পৌরসভা নির্বাচনে আপনারা পৌরবাসী শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করে সম্মান জানিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ আসনে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এ জনসভায় হাজির হয়েছি। আশা করছি এবারো সর্বোচ্চ ভোট দিয়ে আমার মাধ্যমে শেখ হাসিনাকে আবারো সম্মান জানাবেন। তিনি বলেন, বিগত ১০ বছরে আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা দেখে একথা নির্ধিদ্বায় বলতে পারি পৌরসভাসহ ফরিদগঞ্জ উপজেলাকে আধুনিকরণে নৌকার বিজয়ের বিকল্প নেই। এ পৌরসভার নাগরিকদের আধুনিক সেবা এবং বাসযোগ্য পৌরসভা গড়তে নৌকা মার্কায় ভোট দিন। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে ফরিদগঞ্জে উন্নয়ন হয়েছে। কিন্তু এখনো অনেক কাজ বাকি। জননেত্রী শেখ হাসিনা এবার ক্ষমতাসীন হওয়ার পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার চেহারা পাল্টে যাবে। তিনি বলেন, বর্তমানে বিশ্বের সবচাইতে ক্ষমতাধর নারী নেত্রী বা রাষ্ট্রনায়ক হচ্ছেন বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা। সুতরাং নারীদের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র শেখ হাসিনাই। তার প্রমাণ দেশবাসী দেখছেন। আমি যদি আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে যেতে পারি তাহলে আমি ফরিদগঞ্জ উপজেলা এবং আপনাদের পৌরসভাকে নতুন আঙ্গিকে সাজাবো। ফরিদগঞ্জে আধুনিক হাসপাতাল, ফায়ার সার্ভিস স্টেশন, এবং বেকার সমস্যা দূর করার জন্যে ইপিজেড স্থাপন করবো। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
    পৌর মেয়র মাহফুজুল হকের  সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডঃ নূর হোসেন বলাই, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্লাহ তপাদার, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খোকা, আমির আজম রেজা, সফিউল আজম রাজন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান তারেক, আসাদুজ্জামান রিপন, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সউদ, মোঃ গিয়াস, প্রার্থীর জামাতা অনিক ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন রিপন।
    এর আগে উপজেলার বালিথুবা উচ্চ বিদ্যালয় মাঠে অপর জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্যের মধ্যে জাতীয় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সাংবাদিক রহমান মোস্তাফিজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকিরসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই সাংবাদিক নেতাকে বিজয়ী করার আহ্বান জানান।