• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে দুই ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ নেতৃবৃন্দের আওয়ামী লীগে

বিএনপি নদীভাঙ্গা দলে পরিণত হয়েছে : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এবং মেহের উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডঃ জাকারিয়া হেলালসহ বেশ কিছু নেতৃবৃন্দ আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত ২৬ ডিসেম্বর রাতে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
    এ সময় যোগদানকারীদের স্বাগত জানিয়ে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বলেন, আপনারা সমাজের উঁচু স্তরের ব্যক্তি, আপনাদের গ্রহণযোগ্যতা রয়েছে। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। বিএনপি এখন নদীভাঙ্গা দলে পরিণত হয়েছে। তাই এখন আর কেউ বিএনপিতে থাকতে চাচ্ছে না। আগামী ৪-৫ বছরের মধ্যে দশটি বিলীন হয়ে যাবে। তাদের নীতি বলতে কিছুই নেই। তারা স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করেছে এবং জামায়াতের পকেটে ঢুকে গেছে। এখানে কোনো শিক্ষিত লোক থাকা সম্মানজনক নয়। আমরা আপনাদের সময়মতো অবশ্যই মূল্যায়ন করবো।
    যোগদানকৃতদের মধ্যে উল্লেখিত দুই আহ্বায়ক ছাড়াও রয়েছেন ঊনকিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিউল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম, পৌর যুবদল নেতা মোঃ শাহআলম, আবদুল মালেক মানিক, ছেঙ্গারচর গ্রামের বিএনপি নেতা শামছুল আলম, বানিয়াচৌঁ গ্রামের মোঃ আবুল খায়ের মনা, শ্রমিকদল নেতা মোঃ সোহরাব মৃধা, মোঃ ভুট্টু মিয়া, ঘুঘুশাল গ্রামের ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, মোঃ আল আমিন, যুবদল নেতা মোঃ সোহাগসহ অনেকে।
    উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেত্রী নাসরিন জাহান শেফালি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ¦ আবদুল লতিফসহ নেতৃবৃন্দ।