• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রীর কাছে সিটি কর্পোরেশনের দাবি রাখলেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গতকাল বুধবার চাঁদপুরের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী সমাবেশে যোগদান করেছেন। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ সময় জেলা আওয়ামী লীগ ও সভার সভাপতি চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ সমাপনী বক্তব্য রাখেন। এ বক্তব্যে আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে বলেন, চাঁদপুরে অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদপুর পৌরসভা প্রথম শ্রেণির ও শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে স্থান অর্জন করেছে। ইতিমধ্যে আমরা চাঁদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন করার জন্যে সকল প্রস্তুতি সমাপ্ত করেছি। আগামী ৩০ ডিসেম্বর চাঁদপুরের ৫টি নির্বাচনী আসনে নৌকার বিজয়ের মাধ্যমে আবারও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করবে। আমি আপনার কাছে একটাই দাবি জানাবো, চাঁদপুর পৌরসভাকে এ বিজয়ের মাধ্যমে যেনো সিটি কর্পোরেশন করা হয়।