প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ
এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার চাঁদপুর জেলার ফলাফল গত বছরের তুলনায় ভালো হয়েছে। এবার পাসের হার এবং জিপিএ-৫ উভয়ই গত বছরের চেয়ে বেড়েছে। জেলায় এবার মোট পাসের হার ৯৯.২৫%। আর গত বছর ছিলো ৯৮.৬০%। এ বছর উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২শ’ ৮৮ জন। আর গত বছর পেয়েছে ৯ হাজার ৪শ’ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, চাঁদপুর জেলায় এবার পিইসিই তথা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট অংশ নিয়েছে ৪৬ হাজার ৬শ’ ৫৭ জন, পাস করেছে ৪৬ হাজার ৩শ’ ৩৫ জন। পাসের হার ৯৯.৩১%। আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৯ জন।
ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ বছর চাঁদপুর জেলায় অংশ নিয়েছে মোট ৬ হাজার ২শ’ ২৬ জন, পাস করেছে ৬ হাজার ১শ’ ৫২ জন। পাসের হার ৯৮.৮১%। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২শ’ ১৯ জন। তবে গত বছর জিপিএ-৫ পেয়েছিলো মাত্র ৬৫ জন।
উল্লেখ্য, গতকাল সোমবার সারাদেশে একযোগে পিইসিই, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।