• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে নৌকার বিজয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবো : মুহম্মদ শফিকুর রহমান

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান বলেছেন, বিশে^র ইতিহাসে দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়া বীর সেনানীদের মর্যাদা চির অম্লান হয়ে আছে। মুক্তিযোদ্ধাদের মৃত্যু নেই। তাঁরা যুগের পর যুগ আমাদের মাঝে সমাদৃত। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর পরবর্তী সরকারগুলো মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দূরের কথা, কোনো ধরনের সহায়তা করেন নি।
    তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র দল যারা ক্ষমতায় এসে যথাযথ সম্মানসহ তাদের প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। স্বাধীনতার সূর্য সন্তানদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সালাম, সম্মানী ভাতা প্রদানসহ তাদের সন্তান ও পরবর্তী প্রজন্মকে চাকুরি সুবিধা দিয়েছেন। ফলে আজ মুক্তিযোদ্ধারা অবহেলিত নয়, বরং সমাজে সম্মানের সাথে মাথা উঁচু করে রয়েছেন। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অর্জিত স্বাধীনতা রক্ষায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট প্রদান করা প্রতিটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের দায়িত্ব। ফরিদগঞ্জে আমরা নৌকার বিজয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করবো।
    গতকাল রোববার সকালে ফরিদগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে আজ আমাদের চিন্তা করতে হবে, আমরা কোন্ দিকে যাবো। উন্নয়ন না সন্ত্রাস জঙ্গিবাদকে যারা প্রশ্রয় দেয় তাদের সাথে। গত ১০ বছরে শেখ হাসিনার সরকারের দৃঢ়চেতা মনোভাব এবং উন্নয়নের ফলে আমরা আজ উন্নত দেশের সারিতে দ্রুত পদক্ষেপে এগিয়ে চলছি। আপনারা যারা বীর মুক্তিযোদ্ধারা এখানে রয়েছেন, তাদের কাছে জাতি অনেক কিছু প্রত্যাশা করে। জাতির জনকের সোনার  বাংলা গড়তে ৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনাদের ভূমিকাই প্রধান হবে।
    উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদ উল্ল্যাহ তপাদারের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক মুক্তিযুদ্ধের সংগঠক জাহিদুজ্জামান ফারুক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহামদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাফিজ উদ্দিন, সহকারী কমান্ডার (সাংগঠনিক) মহসীন পাঠান, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কমিটির সহ-সম্পাদক খাজে আহাম্মদ, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সউদ।