• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

উন্নয়নের পাশাপাশি মতলবকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো : অ্যাডঃ নূরুল আমিন রুহুল

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, উন্নয়নের পাশাপাশি মতলবকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো। মতলবের মানুষের নিরাপত্তার জন্যে কাজ করবো। তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্যে ও গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা প্রতীকে ভোট এবং সহযোগিতা চেয়েছেন সাংবাদিকদের কাছে। তিনি বলেন, সরকারের মেঘা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, মহাসড়কে চার লেনসহ সরকারের উন্নয়ন, ২০৩০ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে একটি উন্নত দেশের লক্ষ্যে কাজ করার জন্যে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে আপনাদের সহযোগিতা চাই।
    গত ২২ ডিসেম্বর মতলব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথাগুলো বলেন। মতলব প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক নির্মল গোস্বামী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব প্রেসক্লাব বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল কাইয়ুম খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা শেফালী ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটওয়ারী। মতবিনিময় সভার পূর্বে অ্যাডঃ নূরুল আমিন রুহুলকে মতলব প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
    সভায় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, দৈনিক সমকালের মতলব প্রতিনিধি ইকবাল হোসেন, মাইটিভির মতলব প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, ভোরের কাগজের মতলব দক্ষিণ প্রতিনিধি নিমাই চন্দ্র ঘোষ, ইত্তেফাকের মতলব দক্ষিণ সংবাদদাতা আক্তার হোসেন, দৈনিক চাঁদপুর প্রবাহের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ গোলাম হায়দার মোল্লা, দৈনিক ইল্শেপাড়ের মতলব দক্ষিণ প্রতিনিধি মাহফুজ মল্লিক, দৈনিক চাঁদপুর কণ্ঠের সহ-সম্পাদক (অন-লাইন) রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, সাংবাদিক শওকত আলী, দৈনিক আলোকিত চাঁদপুরের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ ফজলে রাব্বি ইয়ামিন, দৈনিক মতলবের আলোর মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ আব্দুল মান্নান, সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত, আবু সায়েম মাস্টার, মোশারফ তালুকদার, মোজাম্মেল হক হাসিব, সাংবাদিক পলাশ রায়, শিব শংকর দাসসহ মতলব প্রেসক্লাবের সকল কর্মকর্তা, সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সর্বাধিক পঠিত