• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনির পক্ষে ভোট চাইলেন প্রয়াত আনিসুল হকের স্ত্রী রুবানা হক

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৮, ২০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে নৌকা মার্কার প্রার্থী ডাঃ দীপু মনির পক্ষে গণসংযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হক এর স্ত্রী রুবানা হক।

শনিবার ২২ ডিসেম্বর সকালে তিনি দীপু মনির পক্ষে নৌকার মার্কার সমর্থনে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশ কিছু উঠোন বৈঠক ও পথ সভায় বক্তব্য রাখেন।

ভোটারদের উদ্দেশ্যে রুবানা হক বক্তব্যে বলেন, দীপু আমার ৩২ বছরের বন্ধু। তিনি আমার স্বামী আনিসুল হক ঢাকা উত্তরের মেয়র নির্বাচনকালীন সময়ে ভীষনভাবে কাজ করেছিল, সে জন্য আমি কৃতজ্ঞ। আনিস বেঁচে থাকলে সে করজোড়ে আপনাদের কাছে ভোট চাইতেন। দীপু ও নৌকার কোন বিকল্প নেই। আমার সাথে তার পরিবারের এক আত্মিক সম্পর্ক। আমার বন্ধুকে ভোট দিলে আপনারা সকলে ভাল থাকবেন উন্নয়নও অব্যাহত থাকবে। গত দশটি বছর শেখ হাসিনার সরকার দেশের জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

সর্বাধিক পঠিত