• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে দিনব্যাপী নৌকার গণসংযোগ

আগামী ১শ’ বছরেও স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করে পাকিস্তানী শক্তি ক্ষমতায় আসতে পারবে না : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৮, ১০:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ২১ ডিসেম্বর শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ সময় তিনি বেশ কয়েকটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এই সভাগুলোতে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। নেতা-কর্মীরা নৌকার পক্ষে স্লোগান তুলে মেজর রফিকুল ইসলামকে বরণ করে নেন।
পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ আমরা বিশে^র কাছে মাথা উচুঁ করে দাঁড়াতে পারছি। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র জনগণের কাছে তুলে ধরে বলেন, শুধু শাহরাস্তি ও হাজীগঞ্জে ডাকাতিয়া নদীর উপর ৮টি ব্রিজ করেছি। প্রায় ৪ শ’ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা ভবন নির্মাণ করেছি। এ এলাকার ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌছে গেছে। এখন আর বিদ্যুতের জন্যে অপেক্ষা করতে হয় না। এ সরকার সর্বক্ষেত্রে উন্নয়ন করেছে। বিগত সরকারগুলো কী করেছে? তারা একটি ইটও লাগাতে পারেনি। তারা আপনাদের কাছে কী বলে ভোট চাইবে। তারা তো কোনো কাজ করেনি। তিনি বলেন, আগামী ১শ’ বছরে স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করে পাকিস্তানী শক্তি ক্ষমতায় আসতে পারবে না। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রধানমন্ত্রী হবেন। আপনারা উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন। আমাকে ভোট দিলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হতে পারবেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি দিনব্যাপী শাহরাস্তি পৌর এলাকার নোয়াগাঁও, ভোলদিঘি, শ্রীপুর, ভাটনীখোলা ও নাওড়া এলাকায় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার সেলের ডিজি ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ মান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোকন সরকার, কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন প্রমুখ।