• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গুলশানের জনসভায় আজ ভাষণ দেবেন শেখ হাসিনা

প্রকাশ:  ২১ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বেলা দু’টায় রাজধানীর গুলশান-২ নম্বর ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে।

 

আওয়ামী লীগের জাতীয় ও ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং রাজধানীর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীগণ জনসভায় উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনসভাকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।