শাহরাস্তিতে দিনব্যাপী গণসংযোগে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে
মেজর রফিক শুধু হাজীগঞ্জ-শাহরাস্তির নয় তিনি সারা দেশের সম্পদ : সুজিত রায় নন্দী
১৯৭০ সালের নির্বাচনে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিলো, তাতে সারাদেশে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলো। আজকে গণমানুষের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে তাতে মনে হয় ’৭০-এর নির্বাচনের মতো গণজোয়ার সৃষ্টি হবে। ৩০ তারিখ মাহেন্দ্রক্ষণে জনরায়ে সে জোয়ারের প্রতিফলন হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ দূরদৃষ্টিসম্পন্ন যোগ্য নেতৃত্বে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। ডাকাতিয়া নদীর ওপর ৮টি ব্রীজ নির্মাণ হয়েছে। সাড়ে ৩শ’ কিলোমিটার রাস্তা পাকা করেছি। সাড়ে ৬শত ব্রীজ কালভার্ট করেছি। প্রাথমিক বিদ্যালয় ভবন, উচ্চ বিদ্যালয় ভবন, মাদ্রাসা ভবন, কলেজ ভবন করেছি ৪শয়ের অধিক। একটি আসনে এতো কাজ যদি আমাদের করতে হয় তাহলে ২৬ বছর তারা কী করেছে? তারা লুটপাট করেছে, বিদ্যুতের নামে পিলার বসিয়ে খাম্বা বাণিজ্য করেছে। এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। তারা দেশকে পেছনে নিয়ে গেছে। আজকে এই নৌকার মালিক আমি নই, আমি মাঝি মাত্র। এই নৌকা আগামী প্রজন্মের। তাদের হাতে সুখী সমৃদ্ধ ও উন্নত দেশ তুলে দিতে ৩০ তারিখের নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
গতকাল বুধবার দিনব্যাপী শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগকালে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এসব কথাগুলো বলেন।
গণসংযোগকালে তাঁর সফরসঙ্গী বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি থেকে অনেকেই চাইলে এমপি হতে পারবে, মন্ত্রী হতে পারবে কিন্তু মেজর রফিক হওয়া সম্ভব নয়। এ অঞ্চলের মানুষের সৌভাগ্য তারা নেতা হিসেবে মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমকে পেয়েছে। মেজর রফিক শুধু হাজীগঞ্জ-শাহরাস্তির নয় তিনি সারাদেশের সম্পদ, সারাদেশে তিনি জনপ্রিয়। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে, সমুদ্রসীমা থেকে মহাকাশ পর্যন্ত ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের নাম। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মেজর রফিকুল ইসলাম বীর উত্তমকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, যুবলীগের সাবেক আহ্বায়ক তোফায়েল আহমেদ ইরান, ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সম্পাদক নিজাম উদ্দিন মিজান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মাসুদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সম্পাদক ডাঃ আবদুর রাজ্জাকসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।