কচুয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের সাথে মতবিনিময়কালে ড. মহীউদ্দীন খান আলমগীর
শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই ন্যাশনাল সার্ভিস কর্মীদের ভাগ্য পরিবর্তন ঘটবে
কচুয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ৫ম পর্বের ন্যাশনাল সার্ভিসে কর্মরত ৫শ’ ৪৩জন সদস্যের চাকুরি স্থায়ীকরণ ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সাথে মতবিনিময় করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় ড. মহীউদ্দীন খান আলমগীরের গুলবাহারস্থ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল সার্ভিস কর্মী মোঃ ওয়ালী উল্যাহ প্রধানের পরিচালনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ সরকার ক্ষমতায় না থাকলে উন্নয়ন কর্মকা- থমকে যাবে। ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি অনুসারে বর্তমান সরকার আপনাদের বিকল্প আয়ের উৎস হিসেবে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্প চালু করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে চাকুরি স্থায়ীকরণ ও অন্যান্য সুযোগ-সুবিধা সৃষ্টিসহ আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটবে। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতি মঞ্জুরুল আলম মামুন, কচুয়া ন্যাশনাল সার্ভিস কর্মী জিসান আহমেদ নান্নু, মোহাম্মদ মহিউদ্দিন, আবু সাঈদ, নাফিজ, আমির মজুমদার, জুয়েল সরকার, ইউসুফ, সুমন মিয়া প্রমুখ।