চাঁদপুরের পাঁচটি আসনে ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
নির্বাচনী প্রচারণায় নেমে পড়লেন প্রার্থীরা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে চূড়ান্ত ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল ১০ ডিসেম্বর সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ মাজেদুর রহমান খান উপস্থিত প্রার্থী এবং প্রার্থীদের প্রতিনিধিদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন। এ দিন চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৭ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে ৬ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ৭ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৯ ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে ৬জনসহ মোট ৩৫ প্রার্থী রিটার্নিং অফিসারের কাছ থেকে তাদের স্ব স্ব প্রতীক গ্রহণ করেন।
প্রতীক পাবার পরপরই সব দলের প্রার্থী প্রচার-প্রচারণা ও গণসংযোগে নেমে পড়েন। প্রতীক পেয়ে চাঁদপুর শহরে ডাঃ দীপু মনির নৌকা মার্কার নির্বাচনী বিশাল মিছিল দেখা গেছে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ছিলেন গণসংযোগে।
প্রার্থীরা কে কোন্ প্রতীক পেলেন : ২৬০ চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর (আওয়ামী লীগÑনৌকা), মোশারফ হোসেন (ধানের শীষÑবিএনপি), অধ্যাপক ডাঃ একেএসএম শহীদুল ইসলাম স্বতন্ত্র (মোটরগাড়ি কার), এমদাদুল হক রুমন (জাতীয় পার্টিÑলাঙ্গল), নূরুল আলম মজুমদার (ইসলামী ফ্রন্টÑমোমবাতি), জোবায়ের আহমেদ (ইসলামী আন্দোলনÑহাতপাখা) ও আজাদ হোসেন (গণফোরামÑউদীয়মান সূর্য)।
২৬১ চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডঃ নূরুল আমিন রুহুল (নৌকা), বিএনপির ড. জালাল উদ্দিন (ধানের শীষ), এমরান হোসেন, জাতীয় পার্টি (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ উদ্দিন (হাতপাখা), ইসলামী ঐক্যজোট মোঃ মনির হোসেন চৌধুরী (মিনার) ও নূরুল আমিন লিটন, মুসলীম লীগ (হারিকেন)।
২৬২ চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ডাঃ দীপু মনি আওয়ামী লীগ (নৌকা), শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপি (ধানের শীষ), মোঃ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), দেওয়ান কামরুন্নেসা, জাকের পার্টি (গোলাপ ফুল), শাহজাহান তালুকদার বাসদ (মই), মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল) ও মোঃ মিজানুর রহমান তরীকত ফেডারেশন (ফুলের মালা)।
২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মুহম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগ (নৌকা), এমএ হান্নান, বিএনপি (ধানের শীষ), মাইনুল ইসলাম, জাতীয় পার্টি (লাঙ্গল), মকবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), আনিসুজ্জামান ভূঁইয়া, বাসদ (মই), ন্যাশনাল পিপলস্ পার্টির দেলোয়ার হোসেন পাটওয়ারী (আম), জাকের পার্টির বাচ্চু মিয়া ভাসানী (গোলাপ ফুল), ইসলামী ফ্রন্টের গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক (মোমবাতি) ও মুসলীম লীগ প্রার্থী মাহবুবুর রহমান ভূঁইয়া (হারিকেন)।
২৬৪ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম (নৌকা), বিএনপির ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক (ধানের শীষ), ইসলামী ফ্রন্টের আলহাজ্ব আবু সুফিয়ান আল-কাদেরী (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহাদাত হোসেন (হাতপাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (চেয়ার) ও জাকের পার্টির প্রার্থী ওয়াহেদ মোল্লা (গোলাপ ফুল)।