• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পথসভায় আওয়ামী লীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান

আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে ফরিদগঞ্জে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফরিদগঞ্জবাসীসহ দেশের প্রতিটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, জাতির জনকের কন্যা শেখ হাসিনা দেশে যে উন্নয়নের ধারা শুরু করেছেন, তা অব্যাহত রাখতে হবে। দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির হাত থেকে রক্ষা করতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার বিজয়ই আমাদেরকে এর হাত থেকে রক্ষা করতে পারে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে আপনারা শেখ হাসিনাকে বিজয়ী করতে ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি কেন্দ্রে তাঁর প্রার্থী হিসেবে আমাকে সমর্থন ও ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করুন।
    গতকাল সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, পৌর মেয়র মাহফুজুল হক, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ জেলা শাখার সম্পাদক কামরুল ইসলাম সউদ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হাসানুজ্জামান তারেক, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন , শাহজালাল সুইট, সবুজসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন মুহম্মদ শফিকুর রহমানের পক্ষে তাঁর প্রতিনিধি।

সর্বাধিক পঠিত