আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ॥ কাল প্রতীক বরাদ্দ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। আগামীকাল সোমবার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসক তথা জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে দলীয় এবং স্বতন্ত্র উভয় প্রার্থীর মাঝেই প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আসন্ন নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট, ইসলামী আন্দোলন, ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি ও স্বতন্ত্রসহ আরো কিছু দলের মোট ৫৯জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইতে ৮ জনের মনোনয়ন বাতিল হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে রিয়াজউদ্দিন নসু-ধানের শীষ (চাঁদপুর-৪) ও খোরশেদ আলম খুশু-জাতীয় পার্টি (চাঁদপুর-৫) তাদের মনোনয়ন ফিরে পান। এদিকে আওয়ামী লীগ যে তিনটি আসনে দুইজন করে প্রার্থী দিয়েছে সে তিনটিতে একক প্রার্থী চূড়ান্ত করায় অপর তিনজনের প্রার্থিতা নিয়ম অনুযায়ী বাতিল হয়ে গেছে। তাই অবশিষ্ট প্রার্থী থাকে (আপিলে মনোনয়ন ফিরে পাওয়া দুইজনসহ) ৫০ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন দুইজন। আর সবাই দলীয় প্রার্থী। এদিকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে রিয়াজ উদ্দিন নসু আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী রয়েছেন তিনজন। এঁরা হচ্ছেন এমএ হান্নান, কাজী রফিক ও রিয়াজ উদ্দিন নসু। তাই এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এখনো তিনজন রয়েছেন। যদিও কেন্দ্র থেকে এমএ হান্নানকে এ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তবে এ সংক্রান্ত চিঠি জেলা রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে।
এদিকে গতকাল পর্যন্ত পাঁচটি আসনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এমন তথ্য জানা যায় নি। আজ বিকেল পাঁচটা পর্যন্ত প্রত্যাহারের শেষ সময়। এ সময়ের মধ্যে জেলা রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারপত্র জমা দিতে হবে। আজ পাঁচটার পরই দেখা যাবে চাঁদপুরের পাঁচটি আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে কতজন রইলেন। সে সব চূড়ান্ত প্রার্থীর মাঝেই সোমবার সারাদিন প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।