• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করায় লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক আটক

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খানকে আটক করেছে মডেল থানা পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি  ফেসবুকে কুরুচিপূর্ণভাবে পোস্ট করার অভিযোগে তাকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর এলাকা থেকে মডেল থানা পুলিশ পারভেজকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় মান্নান রাঢ়ী, রুবেল রাঢ়ী, বাদল ফারুকী, ইউনুছ শেখ, খোরশেদ ও আরশাদ জানান, আমরা জানতে পারি ছাত্রদল নেতা পারভেজ তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করেছে। আজ (গতকাল) সকাল সাড়ে ৯টার দিকে আমরা এলাকার লোকজন তাকে দেখে তার মোবাইলটি চেক করি। তখন তার মোবাইলে আমরা কুরুচিপূর্ণ সেই ছবি দেখতে পাই। এরপর তাকে আমরা আটক করে মডেল থানায় খবর দিলে থানার এসআই ফজলুসহ পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিল জানান, আটক ছাত্রদল নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সর্বাধিক পঠিত