আজ মনোনয়নপত্র দাখিলের শেষদিন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন আজ। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ২ ডিসেম্বর, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হচ্ছে ৯ ডিসেম্বর । ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।
এদিকে গতকাল ২৭ ডিসেম্বর পর্যন্ত ১১জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন। এছাড়া অন্য প্রার্থীরা হচ্ছেন-ইসলামী আন্দোলনের মনোনীত পাঁচ প্রার্থী যথাক্রমে চাঁদপুর-১ আসনে মোঃ জোবায়ের আহমদ, চাঁদপুর-২ আসনে আফসার উদ্দিন, চাঁদপুর-৩ আসনে মোঃ জয়নাল আবেদীন শেখ, চাঁদপুর-৪ আসনে মকবুল হোসাইন ও চাঁদপুর-৫ আসনে মোঃ শাহাদাত হোসেন। আর অপর দু’জন হচ্ছেন চাঁদপুর-৩ আসনে শাহজাহান তালুকদার (বাসদ) ও চাঁদপুর-৪ আসনে এম আনিসুজ্জামান রানা (স্বতন্ত্র)। আজ ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিনে বিএনপিসহ জোট মনোনীত প্রার্থী এবং ইসলামী ফ্রন্ট, জাতীয় পার্টিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র পরিচয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন।