• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮

চাঁদপুরের কয়েকটি আসনে ৩ জনের মনোনয়নপত্র দাখিল, ৩২ জনের সংগ্রহ

প্রকাশ:  ২৪ নভেম্বর ২০১৮, ১০:১৪ | আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১০:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮-এর চাঁদপুরের ৫টি আসনের জন্যে গতকাল শুক্রবার  পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আর ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ক’দিনে জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয় এবং জমা দেয়া হয়।
জেলা প্রশাসক, চাঁদপুর ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে গতকাল শুক্রবার সর্বশেষ এ তথ্য জানানো হয়। যে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের। তারা হলেন : চাঁদপুর-১ (কচুয়া) আসনে মোঃ জুবায়ের আহমদ, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মোঃ জয়নাল আবেদীন শেখ ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মুকবুল হোসেন।
গত বৃহস্পতিবার মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন তারা হলেন : চাঁদপুর-১ (কচুয়া) আসনের জন্যে মোঃ গোলাম হোসেন (আওয়ামী লীগ), চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে জালাল উদ্দিন, শাহনাজ শারমিন ও মনিরুল ইসলাম (বিএনপি), চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আবু জাফর মোঃ মাঈনুদ্দিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মোঃ মোতাহের হোসেন পাটওয়ারী (বিএনপি) ও দেলোয়ার হোসেন পাটওয়ারী (এনপিপি)।
উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর, যাচাই-বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

 

সর্বাধিক পঠিত