• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১৪ নভেম্বরের মধ্যে নির্বাচনী ব্যানার-পোস্টার নামানোর নির্দেশ

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ০৮:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে প্রার্থীদের আগাম প্রচার প্রচারণায় লাগানো ব্যানার, পোস্টার, ফেস্টুন ১৪ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া  হয়। এ ব্যাপারে নির্দেশনা দিয়ে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে চিঠিও দেয়া হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়। নিজ উদোগে অপসারণ করা না হলে, প্রশাসন অপসারণ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেট, রাস্তা, যানবাহন, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেটসহ যেসব প্রচার সামগ্রী রয়েছে তা ১৪ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে হবে। আর এসব নামাতে হবে নিজ খরচে। এ সময়ের মধ্যে নামানো না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় ঠিকানার প্রতিষ্ঠান সমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

সর্বাধিক পঠিত