• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিজয় দিবসে কুচকাওয়াজ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ১৪:১৪ | আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৪:১৬
চাঁদপুর পোস্ট ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী।-ফাইল ছবি
প্রিন্ট

এ বছর ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবসে ঢাকার প্যারেড গ্রাউন্ডে জাতীয় কুচকাওয়াজ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কুচকাওয়াজ ছাড়া বিজয় দিবসের অন্যান্য কর্মসূচি যথানিয়মেই পালিত হবে।

বুধবার সচিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী জানান, আসন্ন নির্বাচনের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজয় দিবসে নিরাপত্তা জোরদার থাকবে। নির্বাচন থাকবে বিধায় এবার জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এছাড়া, সার্বিকভাবে প্রতিবছর যা হয় তাই হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধ সিসি ক্যামেরার আওতায় থাকবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কূটনীতিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা থাকবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা (বিজয় দিবস) বাঙালিদের উৎসব। এখানে তেমন কিছু হবে বলে মনে করি না। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।’

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্যারেডে সম্মিলিত সামরিক কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, কূটনীতিক ও আমন্ত্রিত বিদেশি অতিথিরা উপস্থিত থাকেন।

কুচকাওয়াজের শেষের দিকে বিমানবাহিনীর আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে হয়। এছাড়াও নানা ধরনের প্রদর্শনী হয় প্যারেডে।

সূত্র : রাইজিংবিডি ডট কম

সর্বাধিক পঠিত