মইনুলের জামিন নাকচ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার আইনজীবী মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ এই আদেশ দেন।
মইনুলের জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করেন।
১ নভেম্বর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গুলশান থানার এই মামলায় মইনুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে গত ২৪ অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন আওয়ামী লীগের উপকমিটি যুব ও ক্রীড়ার সদস্য সুমনা আক্তার লিলি। গত ২২ অক্টোবর রংপুর আদালতে করা মানহানির মামলায় মইনুল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
সূত্র : প্রথম আলো