• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেল হত্যা দিবসের আলোচনা ও দোয়ানুষ্ঠানে মেয়র নাছির উদ্দিন আহমেদ

খুনীরা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে হত্যা করে বাঙালি জাতিকে কলঙ্কিত করেছে

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৮, ২১:০০
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রী পরিষদের সদস্য ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান স্মরণে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে।  ৩ নভেম্বর শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, বলেন, খুনি মোশতাক জিয়ার নির্দেশে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ক্ষান্ত না হয়ে ৩ নভেম্বর তারা জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যা করে। এভাবে তারা ইতিহাস সৃষ্টি করে বাঙালি জাতিকে কলঙ্কিত করেন। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে প্রতিক্রিয়াশীল চক্র সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এই সংঘবদ্ধ অপশক্তির দেশ বিরোধী ও দেশের উন্নয়নবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলার মাধ্যমে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম সালাউদ্দিন, সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, আলহাজ ইউসুফ গাজী, আব্দুর রশিদ সরদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম মিয়া, সহ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, সদস্য অ্যাড. বদিয়ুজ্জামান কিরণ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা শ্রমিক লীহের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত