• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শুক্রবার ভারতীয় হাইকমিশনার চাঁদপুর আসছেন

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৮, ১০:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা আগামী ৫ অক্টোবর শুক্রবার দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণের জন্যে চাঁদপুর আসছেন। তিনি ঢাকা থেকে সোনারতরী লঞ্চযোগে এসে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে ফরক্কাবাদ ডিগ্রি কলেজে মহাত্মা গান্ধী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন স্থাপনা ও ঔষধালয় উদ্বোধন করবেন। তারপর অযাচক আশ্রমে এসে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। তারপর তিনি লঞ্চযোগ দুর্যোগ মন্ত্রী বাসভবনে যাবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও নৈশভোজে অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সর্বাধিক পঠিত