ইউএস বাংলার দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন
যান্ত্রিক ক্রুটির কারণে ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলার একটি ফ্লাইট জরুরি অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। ক্র্যাশ ল্যান্ডিং এর এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহর নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১৭১ জন আরোহী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে উড়ে যায় ইউএস বাংলার ফ্লাইট BS-141। দুপুর ১২টায় কক্সবাজার বিমানবন্দরে নামার আগে বিমানটির নোজ হুইল বা সামনের চাকাটি না নামায় চালক ফ্লাইটটি অবতরণ না করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন।
পরে বেলা ১টা ১০ মিনিটে সামনের নোজ হুইল ছাড়াই চালকের দক্ষতায় বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।