আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও বরদাস্ত করা হবে না: আইজিপি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
আন্দোলনের নামে কোনো জ্বালাও-পোড়াও বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মো. জাভেদ পাটোয়ারী।
আজ শনিবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
‘পুলিশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত’ উল্লেখ করে সম্প্রতি টিআইবির প্রতিবেদন প্রকাশ বিষয়ে তিনি বলেন, ঘটনার তদন্তে পুলিশের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।
জাভেদ পাটোয়ারী বলেন, ‘আমাদের প্রস্তুতি যথাযথ আছে এবং আমি বলে দিতে চাই, কোনো ধরণের অরাজকতা, নাশকতা, আন্দোলনের নামে কোনো ধরণের হুমকি, দেশকে অস্থিতিশীল করতে কোনো কার্যক্রমই আমরা বরদাস্ত করবো না।’