• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশকে বন্যার সতর্কবার্তা ভারতের

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশে অসময়ে প্রবল বন্যার আশঙ্কার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে ভারত। মূলত চীন সম্প্রতি ব্রহ্মপুত্র নদীর উজানের নদীরগুলোতে প্রবল মাত্রায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে ভারত এ সতর্কবার্তা দেয়।

 

এ ব্যাপারে কূটনৈতিক সূত্র জানায়, চীনের তিব্বতের মানস সরোবার এলাকার অতি বৃষ্টির কারণে ব্রহ্মপুত্রের উজানে থাকা সাংপো নদীতে পানি প্রবাহ অতি মাত্রায় বেড়ে গেছে। ফলে চীন সম্প্রতি সাংপোর অতিরিক্ত পানি প্রবল মাত্রায় ভাটির দিকে ছেড়ে দেয়। এর প্রভাবে ভারতের অরুণাচল ও আসাম প্রদেশের নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এ অবস্থায় ভারত দু'টি প্রদেশে উচ্চ বন্যা সতর্কতা জারি করেছে। একই সঙ্গে প্রতিবেশী বাংলাদেশ ভাটির দেশ হওয়ার কারণে বাংলাদেশকেও সতর্কবার্তা পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এরই মধ্যে এ সতর্কবার্তার বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত