• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আগামী নভেম্বরের মধ্যে সাত হাজার চিকিৎসক নিয়োগ

প্রকাশ:  ২৭ আগস্ট ২০১৮, ০৯:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম বলেছেন, আগামী নভেম্বরের মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে উপজেলা পর্যায়ে সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এছাড়া রাজধানীর শাহবাগে ৫শ’ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হবে।

তিনি আজ ২৬ আগস্ট (রবিবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসাসেবায় সংকট দূরীকরণে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে উত্তীর্ণ সবাইকে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হবে। সেখানে তিন বছর তাদের বাধ্যতামূলক চিকিৎসাসেবা দিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজধানীবাসীর জন্য শাহবাগে ৫০০ শয্যার নতুন একটি হাসপাতাল তৈরি করা হবে। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেডিকেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় এ হাসপাতালটি তৈরি করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক স্বপন, স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর-সংস্থার প্রধান প্রমুখ।

সর্বাধিক পঠিত