নরসিংদীর বেলাবতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮
নরসিংদীর বেলাবোর জঙ্গুয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, রাত সাড়ে ৮টার দিকে জঙ্গুয়াতে ভৈরব থেকে ছেড়ে আসা মহাখালীগামী ঢাকা বস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। তারা সবাই লেগুনার যাত্রী। এসময় আরও আটজন আহত হন। তাদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বেলাব থানার পুলিশ, ভৈরব হাইওয়ে পুলিশ ও নরসিংদীর ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধারে কাজ করছেন। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি তবে পরিচয় জানার চেষ্টা চলছে।
সূত্র : প্রথম আলো।