• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আইন অমান্য করাটাই দুর্নীতি: দুদক

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ০৮:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সরকারি বা বেসরকারি যেকোনো সেবা সংস্থায় আইন অমান্য করা হলে, দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।  

বুধবার (১৫ আগস্ট) সকালে দুদক কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনায় এ কথা বলেন তিনি। যারা দুদকের কাজের পরিধি নিয়ে প্রশ্ন তোলে তাদের আইন মানার পরামর্শ দিয়ে তিনি বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর হবে দুদক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, রাস্তায় দেখবেন গাড়ির হেডলাইট ও রঙ নেই। এটা কি- ফিটনেসের লক্ষণ। আমরা এইগুলো ধরব। দুর্নীতি যেখানে, সেখানে আমরা অভিযান চালাবো। আর সেটা রাস্তা, বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিসে হোক। আপনি যখন আইন মানবেন না, সেটাই দুর্নীতি।  

সর্বাধিক পঠিত