আজ রাজধানীর ১২ এলাকায় থাকবে না গ্যাস
আজ শুক্রবার রাজধানীর তেজগাঁও ও ধানমন্ডির ১২ টি এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। গ্যাসের সংযোগ লাইন স্থানান্তরের জন্য এসব এলাকা ১১ ঘণ্টা গ্যাসবিহীন থাকবে।
গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।
রাজধানীতে গ্যাসের সংযোগ লাইন স্থানান্তরের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, সেগুলো হলো: ফার্মগেটের ইন্দিরা রোড, তেজগাঁওয়ের রাজাবাজার, বউবাজার রোড, গার্ডেন রোড, ধানমন্ডির শুক্রাবাদ, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রিট, ক্রিসেন্ট রোড, সেন্ট্রাল রোড, সায়েন্স ল্যাবরেটরি রোড, কলাবাগান, ডলফিন গলি, বশিরউদ্দিন রোড। এসব এলাকার আশপাশেও গ্যাস সরবরাহে সমস্যা হতে পারে বলে জানা গেছে।