রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকব: আইওএম প্রধান
১৭ জুলাই, চাঁদপুর পোস্ট : রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেয়ার কথা জানিয়েছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম এর মহাপরিচালক।
আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিশ্বব্যাপী অভিবাসন সমস্যার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আইওএম এর মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং। বেলা ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে সবধরনের সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানান আইওএম প্রধান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেণ বার্গনার।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলে প্রধানমন্ত্রীকে জানান তিনি। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।