• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘পুঁজিবাদই শেষ কথা নয়’

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ২২:৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট

‘পুঁজিবাদই শেষ কথা নয়, পরিবর্তনের সম্ভাবনা রয়েছেই’ এ মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, আজ থেকে ১০০ বছর আগে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে এটা প্রমাণিত যে, মানুষের প্রকৃত মুক্তির জন্য সামাজিক মালিকানার কোনো বিকল্প নেই। ওই বিপ্লবের মধ্য দিয়ে সেখানে মানুষ তার সব মৌলিক অধিকারের পাশাপাশি প্রকৃত মানবিক মর্যাদার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল।

অক্টোবর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে ‘সোভিয়েত সমাজতন্ত্রের অভিজ্ঞতায় সর্বজনের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পুঁজিবাদ দুর্নীতি ছাড়া চলতে পারে না আর সমাজতন্ত্র দুর্নীতি নিয়ে চলতে পারে না। পুঁজিবাদ স্বপ্ন নিয়ে বাঁচতে পারে না আর সমাজতন্ত্র স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না। তাই আজ তরুণদের মধ্যে স্বপ্ন দেখার সাহস জোগাতে হবে।

অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন ছাত্র পরিষদের সমন্বয়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে আলোচনায় ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত