প্রধান বিচারপতিকে চিকিৎসকের প্রেসক্রিপশন
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার স্বাস্থ্য চেকআপের জন্য একজন চিকিৎসক রোববার দুপুরে তার বাসায় যান। দুপুর সাড়ে ১২ টার দিকে এস কে সিনহার বাসায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র পক্ষ থেকে ডা. এ কে এম সালেক যান।
সেখানে তিনি প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কয়েকটি ওষুধের নাম লিখে প্রেসক্রিপশন দিয়ে এসেছেন। প্রধান বিচারপতির বাসভবনের একটি সূত্র পূর্বপশ্চিমকে এ তথ্য নিশ্চিত করেছে।
যদিও চিকিৎসক ডা. এ কে এম সালেক গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হন নি।
উল্লেখ্য, প্রধান বিচারপতি ক্যান্সারজনিত কারণে অসুস্থ হওয়ায় এক মাসের ছুটি নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি অস্ট্রেলিয়াতেও যেতে পারেন। ইতিমধ্যে তিনি অস্ট্রেলিয়ার ৩ বছরের ভিসা পেয়েছে।