• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাজধানীতে গৃহবধূকে ধর্ষণ, থানায় মামলা

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৫:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রাজধানীর দক্ষিণখান এলাকায় ২৪ বছরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষা ও ধর্ষণের আলামত শনাক্তে ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে দক্ষিণখান থানা পুলিশ।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, স্বামী-স্ত্রী মিলে দক্ষিণখানের চালাবন এলাকায় নিজেদের বাড়িতে বসবাস করতেন। রোববার রাত ৮টার দিকে ওই গৃহবধূর স্বামীর বড়ভাই (ভাসুর) মামুনের বন্ধু শফিক তাকে ধর্ষণ করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ধর্ষণের পর ওই গৃহবধু তার স্বামীকে ঘটনা খুলে বলে। সোমবার তারা মামলাটি দায়ের করেন।

তিনি আরো জানান, মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- মামুন ও তার বন্ধু শফিক। মামলার প্রধান আসামি শফিককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের বিষয়টি তদন্ত করা হচ্ছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে তদন্তের অগ্রগতি সম্পর্কে বলা যাবে।

সর্বাধিক পঠিত