বিশ্ব শিশু দিবস আজ
‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার উদযাপিত হচ্ছে বিশ্ব শিশু দিবস-২০১৭। বাংলাদেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার এ দিবসটি পালন করা হয়। এই দিবসের মধ্যদিয়ে শুরু হয় শিশু অধিকার সপ্তাহ।
এ বছরই প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন কারাগারে বড় হওয়া শিশুরা। শিশু একাডেমির কেন্দ্রিয় কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখা ও জেলা শাখার শিশুরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ঢাকার বিভিন্ন দূতাবাসে কর্মরত বিদেশী নাগরিকদের শিশুরাও অংশ নিচ্ছে শিশু দিবসের নানা আয়োজনে। আমেরিকা, ফিলিপাইন, ভারত, স্পেন, তুরস্ক, ইয়েমেন ও শ্রীলঙ্কার ১৮ জন শিশু এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে।
শিশু একাডেমি কার্যালয় সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়সহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০১৭ পর্যন্ত সাত দিনব্যাপী সারাদেশে শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা বিষয়ক অধিদফতরের পথশিশু পুনর্বাসন প্রকল্প কার্যক্রম ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, সেভ দ্যা চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল সাত দিনব্যাপী এসব অনুষ্ঠানমালার আয়োজন করবে।