কুমিল্লায় চাঁদপুর ড্রামার বৌমা মঞ্চস্থ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংলাপ কুমিল্লার আয়োজনে এবং কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত ১৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর ড্রামার পরিবেশনায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মঞ্চে মঞ্চস্থ হয় চাঁদপুর ড্রামার সাড়া জাগানো হাসির নাটক 'বৌমা'। নাটকটির রচনায় ছিলেন ভারতের প্রখ্যাত নাট্যকার সব্যসাচী এবং নির্দেশনায় একে আজাদ ও সহ-নির্দেশনায় ছিলেন পরিমল দাস নূপুর। নাটক পূর্ববর্তী সংক্ষিপ্ত আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ শওকত ওসমান (উপ-সচিব), উপ-পরিচালক, স্থানীয় সরকার-কুমিল্লা এবং কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ। নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, সংলাপ কুমিল্লার পরিচালক শাহাজাহান চৌধুরী ও চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার। বৌমা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পলাশ মজুমদার, কৃষ্ণ গোপাল সরকার, পরিমল দাস নূপুর, একে আজাদ, মানিক পোদ্দার, ইমতিয়াজ উদ্দিন মাসুদ, আফসানা আক্তার তনি্ন, খায়রুজ্জামান পিপল, আনোয়ার হোসেন, মজিবুর রহমান দুলাল ও অজিত সরকার। নেপথ্যে ছিলেন আলোক নিয়ন্ত্রণে মান্নান চিশতী, আবহ সংগীতে নিশিকা সরকার হৃদি, রূপসজ্জায় অজিত সরকার।