বিজয়ের মাসে প্রকাশিত হলো কবির হোসেন মিজির ওগো জন্ম ভূমি মা
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১৪:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এবার প্রকাশিত হলো গীতিকার ও লেখক কবির হোসেন মিজি,র কণ্ঠে ওগো জন্মভূমি মা, শিরোনামের মিউজিক ভিডিও।
এই সবুজ শ্যামল ছায়ায় ঘেরা
একটি সোনার দেশ
লাল সবুজের পতাকায় হাসে
আমার বাংলাদেশ
ওগো জন্মভুমি মা, তোমার হয়না তুলনা
তুমি আমার বেঁচে থাকার সুখেরই ঠিকানা.....। এমনই কথা মালায় সাজানো হয়েছে ওগো জন্মভূমি মা শিরোনামের দেশের গানটি।
গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়জনে রয়েছেন সুনামধন্য সংগীত পরিচালক আল আমিন খান।
সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কয়েকদিন পূর্বে রংধনু মিউজিক ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন গানটির গীতিকার ও সুরকার এবং সংগীত পরিচালক আল আমিন খান।
গানটির প্রসঙ্গে সংগীত পরিচালক আল আমিন খান বলেন, বর্তমানে অনেক শিল্পীকেই দেশের গান করতে দেখা যায়নি। সবাই বিভিন্ন ধাযের গান করলেও গানটির গীতিকার ও সুরকার কবির হেসেন মিজি, যে দেশের গান নিয়ে চিন্তা করেছেন তা আমার কাছেও খুব ভালো লেগেছে। আমিও চেষ্টা করেছি যথা সম্ভব গানটির ভালো মিউজিক করার। ওগো জন্মভূমি মা, শিরোনামের এই নতুন কথা গানটি আশা করি সকলেরই ভালো লাগবে। পাশি পাশি অন্যারা ও দেশকে ভালোবেসে দেশের গানের প্রতি উৎসাহিত হবে শিল্পীদের কাছে আমার এমনটাই প্রত্যাশা।