হ্যাপির নতুন মিউজিক ভিডিও পিরিতের ধান্দা
প্রকাশিত হল হ্যাপির নতুন মিউজিক ভিডিও পিরিতের ধান্দা। পিরিতের ধান্দা শিরোনামের গানের কথা লিখেছেন গীতিকবি আশরাফুল হক তুরন। নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হলো এ কে মিউজিক বাংলার ব্যানারে।
জনপ্রিয় কন্ঠ শিল্পী এইচ বি কে হ্যাপি কন্ঠে আশরাফুল হক তুরনের কথায় গানটির সুর করেন দেশের শুনাম ধন্য সুরকার অভি আকাশ ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এ এইচ এম ইউনুছ মিয়াজী। আর এটি প্রযোজনা করেছেন এ কে মিউজিক বাংলা কম্পানী এদিকে গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হয়েছেন কন্ঠ শিল্পী হ্যাপি নিজেই। সঙ্গে থাকছেন কিছু নিত্য শিল্পী এই গানের কণ্ঠশিল্পী বলেন, এই গানের প্রতিটি কথা বর্তমানের ধোকা বাজি মিথ্যা প্রেম ভালোবাসাকে তুলে ধরেছেন ও ব্যতিক্রম কিছু কথার পাশাপাশি গানের প্রতিটি কথায় সত্যতা প্রমাণ করেছেন। এই গুণী লেখক আর গানটিতে আমি নিজেই মডেল হিসেবে কাজ করেছে। আশা করি সবার কাছে গানটি খুবই ভালো লাগবে ভিডিও নির্মাতা এ এইচ এম এম ইউনুছ মিয়াজী আশা করেন সৃজনশীল ও ভিন্নমাত্রার গানটি দর্শক ও শ্রুতামহল আকৃষ্ট করবে।