• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অনন্যা নাট্যগোষ্ঠীর সাবেক সদস্য সবুজ পাটওয়ারীর ইন্তেকাল

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৯, ১০:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত চাঁদপুরের নাট্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর সাবেক সদস্য ও নাট্য অভিনেতা হাইমচরের কৃতী সন্তান মোঃ মাহবুবুর রশিদ সবুজ পাটওয়ারী গতকাল শনিবার ভোর ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। সবুজ পাটওয়ারী চাঁদপুরে ব্যাংকে চাকুরি করা অবস্থায় অনন্যা নাট্যগোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিন নাট্য অঙ্গনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মরহুম একেএম মজিবুর রহমান স্বপন পাটওয়ারীর ছোট ভাই সবুজ পাটওয়ারী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ হাইমচর উপজেলা শাখার সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি ২ কন্যা, স্ত্রী ও বহু শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মরহুম মাহবুবুর রহমান সবুজ পাটওয়ারীর জানাজা শেষে তাঁকে আলগী পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।