• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সাহিত্য একাডেমির নবপর্যায়ের ৭০তম মাসিক সাহিত্য আসর সম্পন্ন

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৯, ০৯:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সাহিত্য একাডেমির নবপর্যায়ের ৭০তম মাসিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ অক্টোবর বুধবার বিকেল ৫টায় জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে এ আসর শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয়।
একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাতের সভাপ্রধানে ও নির্বাহী সদস্য ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় আসরে কবি জীবনানন্দ দাশকে নিয়ে মুহাম্মদ ফরিদ হাসান ও শামসুর রাহমানকে নিয়ে কবি ইকবাল পারভেজ আলোচনা করেন। আসরে কবিতা পাঠ করেন ইকবাল পারভেজ, মুহাম্মদ ফরিদ হাসান,  মোঃ হাছান বেপারী, ইমরান নাহিদ প্রমুখ। ছড়া পাঠ করেন খান-ই-আজম। গল্প পাঠ করেন এইচএম জাকির। পাঠ পর্যালোচনায় অংশ নেন লেখক নূরুল ইসলাম ফরহাদ ও কবি আলিজা হোসেন। উপস্থিত ছিলেন গল্পকার কাদের পলাশ, হাসানুল কবির প্রমুখ।
সভাপ্রধানের বক্তব্যে কাজী শাহাদাত বলেন, আগামী সাহিত্য আসরে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের জন্মদিন উপলক্ষে সেমিনার হবে। তিনি আমাদের কৃতী মানুষ। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। অনুষ্ঠিতব্য সেমিনারে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। তিনি সেমিনারে অংশ নিতে উপস্থিত সাহিত্যিকদের আহ্বান জানান।
উল্লেখ্য, সাহিত্য একাডেমীর আগামী সাহিত্য আসর ২৭ নভেম্বর বুধবার বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।