• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে দিল মনোয়ারা স্মরণে নবীন কচি-কাঁচার দোয়া অনুষ্ঠান

প্রকাশ:  ২১ অক্টোবর ২০১৯, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নবীন কচি-কাঁচার মেলার আয়োজনে বরেণ্য নারী সাংবাদিক কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সহ-সভাপতি দিল মনোয়ারা স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শুক্রবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম আহ্বায়ক জুবায়ের আলম জিশানের সভাপতিত্বে সংগঠক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেলার পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ আহমেদ রিপন। প্রধান আলোচক বলেন, ‘নারী সাংবাদিকতার পথিকৃৎ দিল মনোয়ারা মনু ছিলেন একজন দিল খোলা মানুষ। তাইতো তার নামের আগে দিল শব্দটি সংযোজন হয়েছে। ১৯৭৪ সালে তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন। বেগম পত্রিকার সহ-সম্পাদক হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। মনু আপা দীর্ঘ ২৫ বছর পর্যন্ত পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলার শিক্ষক অভিজিত, তরুণ সদস্য হুসাইন মিলন, ফরিদগঞ্জ লেখক ফোরামের অর্থ বিভাগের পরিচালক শামিম হাসান ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক বাঁধন কুমার শীল। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ নারায়ণ রবি দাস, যুগ্ম সংগঠক রাসেল হাসান, মামুন হোসেন এবং তরুণ সদস্য আলোসহ মেলার চিত্রাঙ্কন ক্লাসের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। এ সময় দিল মনোয়ারা মনুর রুহের মাগফেরাত কামনা করা হয়।

 

সর্বাধিক পঠিত