• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধুকে নিয়ে শুভসংঘের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পোশাক বিতরণ

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৯, ০৯:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘শুভ কাজে সবার পাশে’ এই শ্লোগানে ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ালো কালের কণ্ঠ শুভসংঘ, চাঁদপুর শাখা। এবারে শারদীয় দুর্গোৎসবে আনন্দ ভাগাভাগি করতে সনাতন ধর্মের ছিন্নমূল শিশুদের মাঝে নতুন পোশাক তুলে দিয়েছে সংগঠনটি। এই উপলক্ষে বুধবার দুপুরে শহরের প্রাচীন বিদ্যাপীঠ গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভালেবাসায় বঙ্গবন্ধু এবং শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রায় অর্ধশত শিশুর হাতে নতুন পোশাক তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন শুভসংঘ-চাঁদুপর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান। বিশেষ অতিথি ছিলেন কালের কণ্ঠ-চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ, শিক্ষক ও সংগঠক রাসেল হাসান, শুভসংঘ-চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, সমাজসেবক অনুকূল চন্দ্র রন্টি পোদ্দার, তারুণ্যের অগ্রদূতের সভাপতি নাদিয়া আক্তার, সাধারণ সম্পাদক নুরুল কাদের প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিথুন ত্রিপুরা। শুভসংঘের এমন মানবিক কাজে সার্বিক সহযোগিতা করেছে তারুণ্যের অগ্রদূত সংগঠন।
এর আগে ‘ভালোবাসায় বঙ্গবন্ধু’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাসউদ্দিন। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং তাদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, আমাদের ভালোবাসায় মিশে আছেন এ দেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সেই চেতনা নিয়ে সবার মুখে হাসি ফোটানো আমাদের লক্ষ্য। তাই যে কোনো উৎসব পার্বনে সবমুখে আমরা হাসি দেখতে চাই। যা ছিন্নমূল শিশুদের মাঝে নতুন পোশাক তুলে দিয়ে শুভসংঘ সম্পন্ন করতে পেরেছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শুভসংঘ ও তারুণ্যের অগ্রদূতের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত