ইলিশ উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সভা
‘জেগে ওঠো মাটির টানে’ এ শ্লোগান নিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে এগারতম চতুরঙ্গ ইলিশ উৎসব ২০১৯। এ উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত প্রস্তুতি সভা।
গতকাল ২৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চতুরঙ্গ ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত।
চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মহসিন পাঠান, চতুরঙ্গ ইলিশ উৎসবের উপদেষ্টা অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ, বিডি কারেন্ট নিউজের শেখ মহসিন, চাঁদপুর অনলাইন ফোরামের সভাপতি ও ক্রাইম অ্যাকশন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, জেলা মৎসজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক দেওয়ান, কান্ট্রি ফিশিং বোটের সাধারণ সম্পাদক শাহআলম মল্লিক, সাংবাদিক আব্দুল গণি, ইলিশ উৎসবের আজীবন সদস্য রাজন চন্দ্র দে, পারভেজ গাজী রনি, চাঁদপুর টাইমসের দেলোয়ার হোসাইন প্রমুখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী, স্বপ্ন কুড়ির সাধারণ সম্পাদক মিজান লিটন, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পিএম বিল্লাল, অভিজিৎ রায়, নাজনিন আক্তার, সুমনা বেগম প্রমুখ।