চতুরঙ্গ ইলিশ উৎসবের সার্বিক প্রস্তুতি সভা
‘জেগে ওঠো মাটির টানে’-এ শ্লোগান নিয়ে চাঁদপুরে শুরু হতে যাচ্ছে প্রাণ ফ্রুটিক্স ১১তম চতুরঙ্গ ইলিশ উৎসব। উৎসবের সার্বিক প্রস্তুতি সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কদমতলাস্থ চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চতুরঙ্গ ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব মোঃ ইয়াহিয়া কিরণ, নতুন কুড়ি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডঃ আবুল কালাম সরকার, জেলা মৎসজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহআলম মল্লিক, সাংবাদিক কেএম মাসুদ, পুলিশ নারী কল্যাণ (পুনাক) সংগঠনের প্রশিক্ষক শিপ্রা দাস, ইলিশ উৎসবের বিতর্ক প্রতিযোগিতার আয়োজক রাজন চন্দ্র দে, রংধনু সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পী চৌধুরী প্রমুখ।
এছাড়াও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি বিপ্লব সরকার, সহ-সভাপতি মানিক দাস, কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।